কল্যাণ ডেস্ক
কিশোরগঞ্জে মুখে কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কোনো এক এলাকায় এই মিছিল করেন তারা।
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের ফেসবুক আইডি থেকে এমন একটি মিছিলের ভিডিও পোস্ট করা হয়। পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেখা যায়।
মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।
এ বিষয়ে পুলিশ জানায়, মিছিলটি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো এক স্থানে হয়েছে। তবে মিছিলকারীরা মুখে কালো কাপড় বেঁধে থাকায় কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা-কর্মীদের দিয়েই মিছিল করানো হয়েছে, যাতে পরিচিত কোনো মুখ না থাকে। এটি কেন্দ্রীয় নির্দেশনার অংশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালের দিকে মিছিল হয়েছে বলে শুনেছি। তখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত ও আটক করতে তৎপর রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।