ঢাকা অফিস
রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে। বিজয়নগর থেকে ধাওয়া দিচ্ছে বিএনপি, জবাবে পল্টন মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে ধাওয়া দিচ্ছে। এসময় পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর পল্টন-বিজয়নগর এলাকায় দেখা যায় এমন চিত্র।
এর আগে, দুপুর ২টার দিকে পল্টনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।