নিজস্ব প্রতিবেদক: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ দেয়া হয়েছিল সব জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কিন্তু কেন্দ্রের সেই নির্দেশ মানেনি যশোর জেলা আওয়ামী লীগ। শহরের গাড়িখানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোন পতাকা উত্তোলন করেননি নেতৃবৃন্দ। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, দেশের সকল দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং যথাযথ মর্যাদায় দিসবটি পালন করতে হবে। কিন্তু জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করলেও জাতীয় ও দলীয় পতাকা টাঙায়নি। এনিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, আমাদের কাছে দলীয় চিঠি পৌঁছেনি। যেকারণে পতাকা উত্তোলন করতে পারেনি। এজন্য আমরা আন্তরিবভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য সচেষ্ট থাকব।