নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত যশোর ইপিজেড স্থাপনের প্রকল্প প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটির সভা হয়েছে। সভায় প্রাথমিক অনুমোদন পেয়েছে প্রকল্পটি। চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের আগামী সভায় উপস্থাপন করা হবে।
ইতিমধ্যে জমির সম্ভাব্যতা যাচাই বাছাইকাজ শেষে করা হচ্ছে জমির মালিকদের তালিকা। আগামী ৬ মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ শুরু করার প্রস্তুতি নিয়ে যশোর প্রশাসন। তখন জমির মূল্য পরিশোধ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের শুরুতে যশোর ইপিজেডের নির্মাণকাজ শুরু করতে পারবে কর্তৃপক্ষ। অভয়নগরের প্রেমবাগ এলাকায় ৫০৩ একর ভূমি অধিগ্রহণ করার জন্য ২০২১ সালের ১৯ অক্টোবর জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল যশোরের অভয়নগর উপজেলার গ্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, পোমবাগ, বালিয়াডাঙ্গা, আলডাঙ্গা আরাজি বাটিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় ৫৬৫.৮৭১ একর ভূমিতে স্থাপিত হবে দেশের ১০ম এই ইপিজেড।
২০১৯ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার ৩৪তম গভর্নর বোর্ড সভায় দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে যশোর জেলায় একটি ইপিজেড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোর ইপিজেডের প্রকল্প পরিচালক আশরাফুল কবির জানান, প্রকল্প প্রস্তাবনা একনেকে উপস্থাপনের আগে গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটির সভা হয়েছে। সভায় পরিকল্পনা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রাণলয়সহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের আগামী সভায় উপস্থাপন করা হবে। প্রস্তাবিত যশোর ইপিজেডের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি আগামী বছরের শুরুতে এর কার্যক্রম দৃশ্যমান হবে।