এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় মৃত্যুর সংবাদ পেয়ে মৃত স্বজনকে দেখতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন ব্যাটারিচালিত ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ভ্যানচালকসহ দুজন। বুধবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, বামনআলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), তার মেয়ে রত্না খাতুন (১৪) ও গদখালি জিয়ালিপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। আহতরা হলেন, হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩০) ও ভ্যানচালক সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে যশোরের শার্শা উপজেলায় এক স্বজনের মৃত্যুর খবর শুনে বামনআলী এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে রওনা হন তারা। পথিমধ্যে নবীবনগর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুজন আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নবীনগরের স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন প্রধানীয়া বলেন, অ্যাম্বুলেন্সটি খুব দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরভ্যান আরোহীরা নিহত হন। তখন অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক গোলাম মর্তুজা মোরশেদ জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজন মারা গেছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্সকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।