কল্যাণ ডেস্ক
মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হতে যাচ্ছে চলতি ফেব্রুয়ারি মাসে। মার্চে হবে আরও পাঁচটি। বৃহস্পতিবার মেট্রোরেলের অফিসে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এমএএন ছিদ্দিক।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হবে এবং ১ মার্চ চালু হবে মিরপুর ১০ নম্বর স্টেশন। এ ছাড়া ২৬ মার্চের মধ্যে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন চালু হবে।
এমএএন ছিদ্দিক বলেন, মেট্রোরেলে সকাল থেকে রাত পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা পেতে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলছে।
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম এ মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল।
আরও পড়ুন: বিদেশে টাকা পাচারকারীরা শনাক্ত হচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী