নিজস্ব প্রতিবেদক: মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে যশোরে কনস্টেবল পদে লোক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের প্রতি এ বার্তা দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে গতকাল বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো কনস্টেবল পদে লোক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ভিডিওটি উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়।
পুলিশ সূত্র মতে, যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৭ জন নিয়োগ দেয়া হবে। আজ মঙ্গলবার যশোর পুলিশ লাইনস্ মাঠে শারীরিক মাপজোক শুরু হচ্ছে। এ নিয়োগে যেন কোন ধরনের অস্বচ্ছতা, অনিয়ম না হয় এজন্য আগে থেকে সতর্ক রয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সেই সতর্কতার অংশ হিসেবে সোমবার সকালে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন।