নিজস্ব প্রতিবেদক
অবশেষে মেয়াদোত্তীর্ণের ৬ বছর পর বিলুপ্ত হলো যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) ছাত্রলীগের কমিটি। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ২০১৫ সালের ৬ জুলাই এমএম কলেজ ছাত্রলীগে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন তৎকালীন জেলা সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। ওই কমিটির সভাপতি রওশন ইকবাল শাহী জেলা সভাপতি হওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহসভাপতি নূর ইসলামকে। দীর্ঘদিন কমিটি না হওয়াতে নেতৃত্ব সংকটে পড়ে কলেজ ছাত্রলীগের এই সংগঠনটি।
জানা গেছে, এমএম কলেজ ছাত্রলীগের পদধারী অধিকাংশ নেতা বর্তমানে বিবাহিত ও সন্তানের পিতা। আবার কেউ কেউ চাকরি জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিন-চার বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন প্রায় সবাই।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জেলার সব কয়টি মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনে কাজ করছেন তারা। সৎ ও যোগ্য প্রার্থীদের বাছাই করে এমএম কলেজ ছাত্রলীগে নতুন নেতৃত্ব নিয়ে আসা হবে। এমএম কলেজসহ অন্যান্য ইউনিটে শিগগির কমিটি দিয়ে যশোরে ছাত্রলীগকে পুনর্গঠন করা হবে বলে জানান তিনি।
১ Comment
Pingback: বঙ্গবাজারের আগুনের তাপ যশোরের ঈদ বাজারে