কল্যাণ ডেস্ক: রাশেদুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া তার স্নাতকের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। আইডি কার্ডের মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় থেকে নতুন কোনো আইডি কার্ড দেওয়া হয়নি। এই বছরের শুরুর দিকে ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে গেলে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ডের জন্য একাউন্ট খুলতে পারেননি।
আরেক শিক্ষার্থী আবিদ হাসান। সম্প্রতি একটি জাতীয় সংগঠনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির জন্য আবেদন করেন। নিজেকে পাবিপ্রবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও আইডি কার্ডে দেখাচ্ছে আবিদ পাবিপ্রবি থেকে পড়াশোনা শেষ করেছেন। আইডি কার্ডের জন্য আবিদের আবেদনটি বাতিল হয় যায়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্নাতকের বিভিন্ন শিক্ষাবর্ষের আইডি নিয়ে দেখা যায়, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ এক বছর আগে শেষ হয়েছে। পাঁচ বছরের জন্য দেওয়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হয়। একই সময়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চার বছর মেয়াদী আইডি কার্ডের মেয়াদও শেষ হয়। এই বছরের ডিসেম্বর মাসে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আইডি কার্ডের মেয়াদ শেষ হবে।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের মধ্যে সমস্যায় না পড়লেও ক্যাম্পাসের বাইরে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ ব্যাংক একাউন্ট, বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংগঠনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, স্কলারশিপ, ভিসার আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের প্রয়োজন হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে এগুলো করা যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেন মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসের বাইরে এক প্রকার উদ্বেগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় পড়াটা স্বাভাবিক। করোনাসহ বিভিন্ন কারণে সমস্যাটি তৈরি হয়েছে। আইডি কার্ডের কাজটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধীনে। আশা করছি তারা এই সমস্যাটি সমাধানের উদ্যোগ নিবেন।
মেয়াদোত্তীর্ণ আইডি কার্ডের মেয়াদ বৃদ্ধির বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. ওমর ফারুক জানান, এই সমস্যাটা নিয়ে আমরা এরই মধ্যে অবগত হয়েছি। এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। বিষয়টি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলেছি। যেসব শিক্ষার্থীর আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে হল প্রাধ্যক্ষ বরাবর আইডি কার্ডের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে আমরা দ্রুত সময়ের মধ্যে আইডি কার্ডের মেয়াদ বৃদ্ধি করে নতুন আইডি কার্ড দিব। আমরা আশা করছি এতে যে সমস্যাটি সমাধান হবে।
এ বিষয়ে তিনি আরো বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের আইডি কার্ডের কোনো মেয়াদ থাকবে না। শিক্ষার্থীরা যতদিন ক্যাম্পাসে থাকবে ততদিন আইডি কার্ডের মেয়াদ থাকবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে গেলে ঐ আইডি কার্ড জমা দিয়ে যেতে হবে। অথবা ঐ আইডি কার্ড নিজেদের কাছে রাখতে চাইলে আমরা সেটাকে মেয়াদোত্তীর্ণ সিল করে দিব।
আরও পড়ুন: দ্রুত এগোচ্ছে যশোর-ঢাকা রেলপথ নির্মাণ