নিজস্ব প্রতিবেদক
যশোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা রাজু শেখকে আটক করেছে পুলিশ। গত ২৯ মে রাতে সদর উপজেলার ঘুনি-ঘোপেরডাঙ্গা গ্রামে এই ঘটনার পর মেয়েটির মা কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক রাজু একই গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানিয়েছেন, গত ২৯ মে রাতে খাওয়া-দাওয়া শেষে রাজু শেখ ও তার স্ত্রী ঘরের বারান্দায় শুয়ে পড়েন। গভীর রাতে ঘরের মধ্যে গিয়ে রাজু শেখ তার ১১ বছর বয়সের মেয়েকে ধর্ষণ করে। ওই সময় চিৎকার দিতে গেলে মেয়েকে খুন করার হুমকি দেয়। পরদিন সকালে মেয়েটি তার মায়ের কাছে সকল ঘটনা খুলে বলে। এই ঘটনায় রাজুর কাছে তার স্ত্রী জিজ্ঞাসা করলে তাকেও হুমকি দেয়া হয়। পরে ৩০ মে এই ব্যাপারে পুলিশকে জানান তার মা। পুলিশ রাজুকে আটকসহ থানায় মামলা রেকর্ড করে।
