নিজস্ব প্রতিবেদক
মেয়েকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় পিতাকে মারপিট ও হত্যার হুমকির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত ২৩ এপ্রিল দিবাগত রাতে সদর উপজেলার কচুয়া গ্রামের নতুন বাজার এলাকার বাসিন্দা ভুক্তভোগীর পিতা মামলাটি করেছেন।
আসামিরা হলো, কচুয়া নতুন বাজার কানা পুকুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আরমান, ওমর আলীর মোল্যার ছেলে মােহাম্মদ আলী এবং গোপালপুর আদর্শপাড়ার আশিক। মামলাটি করেছেন একই এলাকার ভিকটিম ১০ম শ্রেণির শিক্ষার্থীর বাবা।
বাদী মামলায় উিল্লেখ করেছেন, বাদীর মেয়ে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। আসামি আরমান বিভিন্ন সময় তার মেয়েকে কু-প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে মেয়েটির বাবা আসামি আরমানকে নিষেধ করে। এতে করে আরমান আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। গত ২১ এপ্রিল সন্ধ্যায় ওই মেয়েটি একই গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলো। ওই বাড়ির সামনে পৌঁছালে আসামি আরমান মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছনা করাসহ হাত ধরে টান দেয়। মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এসে আরমানকে ধরে ফেলে। এসময় আরমান পাশে থাকা একটি লাঠি নিয়ে তার স্বজনকে বেধড়ক মারপিট করে চলে আসে। তারই জেরে গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে ওই মেয়েটির বাবাকে রাজারহাট বাজারে একা পেয়ে তার উপর হামলা চালায়। এসময় বেধড়ক মারপিট করা হয়। পরে তার বাবার চিৎকারে আশপাশের লোকজন আসলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় আসামিরা। শেষমেষ ওই কিশোরীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। কিন্তু কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বলেছেন আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।