নিজস্ব প্রতিবেদক
সাবরিনা আক্তার জেবা। যশোরে নারী ক্রিকেট যাত্রার অন্যতম সৈনিক। ছিলেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার অভিষেক হয়েছে যশোর প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল দলের ম্যানেজার হিসেবে। এক সময়ের হ্যান্ডবল খেলোয়াড় জেবা এদিন নবারুন সংঘের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
ম্যানেজার হিসেবে অভিষেকের ম্যাচে প্রতিপক্ষ দলে কোচে দায়িত্বে ছিলেন তার বাবা শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম জেলা দলের সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। এদিনের ম্যাচে তিনি খোলাডাঙ্গা লাল দলের কোচের দায়িত্ব পালন করেন।
মাঠের বাইরে বাবা-মেয়ের এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে মেয়ে জেবার দল নবারুণ সংঘ। শামস্-উল-হুদা স্টেডিয়ামে নবারুন সংঘ ৩০-৬ গোলে হেরেছে বাবার দল খোলাডাঙ্গা লাল। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-২ গোলে এগিয়ে ছিল।
এদিকে উদ্বোধনী দিনেই আয়োজক কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে লিগের খেলা স্থগিত করেছে।
এদিন দুই দলের জয় পরাজয় চেয়ে বাড়তি কিছুটা আকর্ষণ ছিল। এ আকর্ষণের কেন্দ্রে ছিলেন বাবা ও মেয়ে। ম্যাচ চলাকালীন সময়ে অনেকের দৃষ্টি ছিল বাবা ও মেয়ের দিকে। যশোরের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন পর দেখা মিললো এমন চিত্র। যা ইতিবাচক হিসেবে নিয়েছেন উপস্থিত সবাই। নবারুনের পক্ষে বোরহান ও শুভ তিনটি, আব্দুল্লাহ ও সোহেল সাতটি, আলীবর্দী পাঁচটি, লিটন দু’টি, প্রদীপ, বঙ্গ ও অমিতাভ করেছেন একটি গোল করেন। অপরদিকে খোলাডাঙ্গার পক্ষে সাগর ও তরিকুল দু’টি, আরমান ও সবুজ একটি করে গোল করেন।

এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মকসিমুল বারী অপু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রায়হান সিদ্ধিকী প্রবাল।
