ক্রীড়া ডেস্ক
১৯ জানুয়ারি সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসের এবং আরেক সৌদি ক্লাব আল-হিলালের সম্মিলিত একটি একাদশ। সেই ম্যাচের জন্য একটি ‘বিশেষ’ টিকেট ছেড়েছে সৌদি কর্তৃপক্ষ। যেটির দাম নির্ধারিত হয়েছে নিলামের মাধ্যমে।
নিলামে টিকেটটি বিক্রি হয়েছে ২৬ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা।
এই ম্যাচের মধ্য দিয়েই সৌদি আরবের ফুটবলে অভিষেক হবে রোনালদোর। সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক আয়োজিত ম্যাচটি খেলতে রিয়াদে আসবে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি। রোনালদো-নেইমার-মেসি-এমবাপ্পেরা যে ম্যাচে খেলবেন, সেটি দেখতে টিকেটের চাহিদা তুঙ্গে থাকাই স্বাভাবিক।
সৌদি আরবের ব্যবসায়ী মাশরেফ আল গামদি টিকিটটি কিনেছেন। এই টিকেট বিক্রির অর্থ জমা করা হবে সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে। যেখান থেকে দুস্থ ও এতিম ছাত্রছাত্রীদের কল্যাণে অর্থ ব্যয় করা হবে।
এ ম্যাচের আরেকটি বিশেষ টিকেট বিক্রি করা হবে। এই টিকিট যিনি কিনবেন, তিনি রোনালদো, মেসি, এমবাপ্পে, নেইমারদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন।
এই টিকেটের ভিত্তিমূল্য হাঁকা হয় ১০ লাখ রিয়াল। শুধু মেসি-রোনালদোদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাই নয়, এই টিকেট কেনা ব্যক্তি দুই দলের ড্রেসিং রুমে প্রবেশ করতে পারবেন। তাদের সঙ্গে অফিশিয়াল ডিনারে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: জুনে বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
১ Comment
Pingback: জানলে অবাক হবেন কত কোটি মানুষ দেখেছিল বিশ্বকাপ ফাইনাল - দৈনিক কল্যাণ