বিনোদন ডেস্ক
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দেখে সবাই মুগ্ধ হয়েছেন। ছবিটি এরইমধ্যে ব্লকবাস্টার হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও ছবিটি দেখে সাবিলা নূরের প্রশংসা করেছেন । তবে পিছিয়ে ছিলেন সাবিলার ঘনিষ্ট অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কারণ ঈদের সময়টা হানিমুনে ফ্র্যান্সে ছিলেন এই তারকা।
অবশেষে তিনি গতকাল ছবিটি দেখেছেন। বড়পর্দা থেকে শাকিব খানের সঙ্গে সাবিলার একটি গানের ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সে কথা জানিয়েছেন মেহজাবীন। শুধু তাই নয়, সাবিলার প্রশংসায় পঞ্চমুখ এই জনপ্রিয় তারকা।
মেহজাবীন লিখেছেন, ‘বড় পর্দায় সাবিলাকে দেখছি! এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা চরিত্র, এত পবিত্র, এত নিষ্পাপ। সে সত্যিই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর মনোভাব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’
মেহজাবীনের মতো শক্তিশালী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাবিলা নূর।
এদিকে, ‘তাণ্ডব’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে ছবিটি। পাইরেসির কবলে পড়লেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। দর্শক চাহিদার কথা মাথায় রেখে দেশের অনেক এলাকায় থিয়েটার না থাকায় অস্থায়ী হলে সিনেমাটির প্রদর্শনী চলছে।
নির্মাতা রায়হান রাফীর নির্দেশনায় শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু প্রমুখ।