কল্যাণ ডেস্ক
মেহেরপুরের গাংনীতে ছেলে সুজন আলীর অস্ত্রের আঘাতে আফেল উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ার বাসিন্দা।
নিহতের স্ত্রী তহমিনা খাতুন জানান, সুজন ও তার বাবা আফেল উদ্দীন বাড়িতে থাকাবস্থায় তিনি পাশের দোকানে ডিম কিনতে যান। সেখান থেকে ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সুজনকে বাড়িতে পাওয়া যায়নি। তার ধারণা, সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম বলেন, ইতোপূর্বে সুজন তার বাবাকে মারধর করেছিল বলে প্রতিবেশির থেকে জানতে পেরেছেন তিনি। মানসিক প্রতিবন্ধী সুজন বেশ কিছুদিন রাজশাহী, পাবনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল। মানসিক সমস্যার কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে।
এ প্রসঙ্গে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যক্ষ্মা প্রতিরোধে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১ Comment
Pingback: কৃষকলীগ নেতাসহ ৮ জনের যাবজ্জীবন