কল্যাণ ডেস্ক
মেহেরপুরের গাংনীতে সেচপাম্পের বেল্টে আঘাত পেয়ে আহার আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহার আলী জেলার গাংনী উপজেলার মাঠপাড়ার আজিবার মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচপাম্পের পানিতে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে পাম্পের মোটরের বেল্টের ওপর পড়ে যান। এ সময় তার মাথার পেছনে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহার আলীকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কৃষকলীগ নেতাসহ ৮ জনের যাবজ্জীবন