মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলায় নানাবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিগান হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর ডিবি শাখার পরিদর্শক রত্নেশ্বর। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনীর খাসমহল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিগান হোসেন সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের কালাম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তিনদিন আগে নানাবাড়ি বেড়াতে আসে ওই স্কুলছাত্রী। বুধবার দুপুরে নানাবাড়িতে সে একাই ছিল। এ সুযোগে রিগান ওই বাড়িতে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই স্কুলছাত্রীর নানি এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মেহেরপুর ডিবি শাখার পরিদর্শক রত্নেশ্বর জানান, ওই স্কুলছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রিগানকে আটক করা হয়েছে। পরে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:যশোরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত দুই