মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারের মাহফিলের আয়োজন করে মোংলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ। শুক্রবার ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার মাহফিলে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ইজারাদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখ।
অয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, লেখক, সঙ্গীত শিল্পী এবং ক্রীড়া ব্যক্তিত্বসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রামপুলিশের সদস্য এবং সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।