মোংলা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মোংলা-রামপাল আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেছেন, রাজনৈতিক জীবনে কোনদিন ঘের, বাড়ি লুট করিনি, কোনদিন মাস্তান পুষিনি। দলের যারা ক্ষতি করেছেন তাদের বয়কট করবেন। শনিবার বেলা ১১ টায় মোংলায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় এক বছর পর তিনি মোংলায় আসেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে কর্মীসভায় যোগ দেন তিনি।
মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর আপনাদের সময় দিতে পারিনি। এখন হয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে এসেছি। নতুন করে কার্যক্রম শুরু করতে হবে। ২০২৩ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের শক্তিশালী করতে হবে। কারণ প্রতিপক্ষ জামায়াত-বিএনপিসহ অন্যান্য কিছু দল গোপনে এক হয়ে গেছে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্নয়নমূলক কর্মকান্ড বাধাগ্রস্ত করছেন।
এসময় দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এই পর্যন্ত মোংলা-রামপাল আসন আওয়ামী লীগের দখলে। এই আসন ধরে রাখতে দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, সবাই এক হয়ে কাজ করবেন। কোন নেতাকে আমি একা বানাইনি, তৃণমূলের মতামত নিয়ে নেতা বানিয়েছি।
এসময় আরও বক্তৃতা দেন স্থানীয় সাংসদ ও বন, পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী খুলনা সিটি মেয়র খালেক পতœী বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।