মোংলা প্রতিনিধি: মোংলায় স্বামীর খোঁজ নিতে গিয়ে এক ইউপি মেম্বারের যৌন হয়রানির শিকার হয়েছেন এক গৃহবধূ। উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদার ওই গৃহবধূকে ১৯ দিন ধরে মোবাইল ফোনে কু-প্রস্তাবও দিয়ে আসছেন। মেম্বারের দেয়া কুপ্রস্তাবের সেই মোবাইল ফোনের অডিও কল রেকর্ড এরই মধ্যে ফাঁস হয়েছে। এ ঘটনায় মেম্বার প্রণবকে আসামী করে ৩১ মে থানায় এজাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
উপজেলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা গৃহবধূ তার অভিযোগে বলেন, তার স্বামী দীর্ঘদিন ইউপি মেম্বার ও উত্তর চাঁদপাই মেছেরশাহ মাদ্রাসার শিক্ষক প্রণব কুমার মজুমদারের সাথে থাকতেন। কিন্তু গত দুই মাস ধরে তার কোন খোঁজ না পাওয়ায় ওই মেম্বারের দারস্থ হন তিনি। এসময় তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে মেম্বর প্রণব। এরপর গত ৭ মার্চ থেকে ২৫ মার্চ টানা ১৯ দিন মোবাইলে কুপ্রস্তাব দিতে থাকেন। এ ঘটনার বিষয়ে মিঠাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রণব কুমার মজুমদারের কাছে জানতে চাইলে তিনি দাবী করে বলেন, এসব ষড়যন্ত্র, ওই কল রেকর্ড এডিট করা।
এদিকে মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, কল রেকর্ড শুনেছি, এটি মেম্বার প্রণবেরই কন্ঠ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারও এই কল রেকর্ড শুনেছেন এবং লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং কমিটির প্রতিবেদন হাতে পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।