মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় ৫০তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার ২৮ টি স্কুল ও ১৩ টি মাদ্রাসার ২০৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন রামপাল- মোংলা (বাগেরহাট-৩) আসনের সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আনোরুল কুদ্দস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার ২৮ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।