মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: এখন মাস্ক লাগানো মানুষ খুব একটা মিলছে না। সামাজিক দূরত্ব মানারও কোন বালাই নেই। পরিস্থিতি জানান দিচ্ছে করোনা নিয়ে মোংলায় জনমন এখন ভয়শূণ্য। অথচ বৃহস্পতিবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য অনুযায়ী ১৮ জনে ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত দুই বছরে করোনা আক্রান্ত হয়ে এখানে প্রায় ৭০ জন মারাও গেছেন। কিন্তু তারপরও করোনা নিয়ে সকলেই ভ্রুক্ষেপহীন।
এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস। তিনি বলেন, গত এক সপ্তাহে মোংলায় ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ ভাগ। এ পর্যন্ত এখানে মোট করোনা শনাক্ত হয়েছে ৯৮০ জনের।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মোংলা পৌর শহরের মামার ঘাট, চৌধুরী মোড়, কলেজ মোড়, হাসপাতাল রোড, উপজলো রোড, শেখ আব্দুল হাই সড়ক ও শাহাদাৎ মোড় এলাকাসহ বাজার এলাকায় মাস্ক ছাড়াই চলাফেরা করছে মানুষ। দোকানপাটেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা।