মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে মৌখালী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই গাড়ির তিন আরোহী। নিহতরা হলেন পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা বায়জিদ, সাকিব ও জাকারিয়া।
মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।