নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা সীমান্ত দিয়ে মোটরসাইকেলের বডির মধ্যে করে সোনার বার ভারতে পাচারের সময় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ সদস্যরা। এসময় ৭ কেজি ৩৩৬ গ্রামের ৬৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভূলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করেন। আটক আব্দুর রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার অগ্রভূলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি সদস্যরা।
একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলসহ তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের (বডি) মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গত এক বছরে শার্শা সীমান্ত থেকে ২১ টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা, যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা। একই সাথে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ২১ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে বাজারজাত ‘মোস্তফা সয়াবিন তেল’র মান প্রশ্নবিদ্ধ