নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেলের ভুয়া রেজিস্ট্রেশনের কাগজ তৈরি করে তা প্রদর্শনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। যদিও তিন আসামি বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।
এরা হলো, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রুবেল হোসেন (২২), সিরাজুল ইসলামের ছেলে ইদ্রিস হোসেন (২৩) এবং তফসীডাঙ্গা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে শরিফুল ইসলাম সুনু (৪০)।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট এইচ এম সাজ্জাদ হোসেন এজাহারে উল্লেখ করেছেন, গত ২ জানুয়ারি বিকেল ৪টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়। সে সময় তাকে মোটরসাইকেলের কাগজ দেখতে বললে তিনি বলেন মোটরসাইকেলটি তার মামা ইদ্রিস হোসেনের।
পরে ইদ্রিস হোসেন আসলে তাকে রেজিস্টেশন করার জন্য ব্যাংকে টাকা দিয়ে রশিদ দেখাতে বলা হয়। গত বুধবার রুবেল হোসেন ও ইদ্রিস হোসেন একটি রশিদ দেখায়। সেটি দেখে পুলিশের সন্দেহ হয়। তারা রশিদ যাচাই বাছাই করে তা ভুয়া বলে প্রমান। পায়।
পরে দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দড়াটানা মোড়ের মোমিননগর মার্কেটের সুনু কম্পিউটার নামক দোকান থেকে মোটরসাইকেলের কাগজপত্র বানানো হয়। পরে সেখায়ে মালিক সুনুকে আটক করা হয়। তার দোকান থেকে কম্পিউটারসহ অন্যান্য মেশিন জব্দ করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার কোতয়ালি থানায় মামলা হলে আসামিদের আটক করে আদালতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানাগেছে, ওই তিনজনের পক্ষে আইনজীবি আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় তাদের জামিন মঞ্জুর করেছেন।
