সাতক্ষীরা জেলা প্রতিনিধি
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত সরদার পাড়া এলাকা থেকে ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৪শ ৭৮ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং দুইটি মোটরসাইকেলসহ তুহিন আলী ও সজিব হোসেন নামে দুই চোরাকারবারীকে আটক করেছেন বিজিবির সদস্যরা। আটক স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম।
বুধবার সকাল ৭ টায় দুটি মোটরসাইকেলের ব্যাক চেসিস পাইপের ভিতর থেকে এ স্বর্ণ উদ্ধার ও কারবারীদের আটক করা হয়।
আটক তুহিন আলী (২০) এবং সজিব হোসেন (২২) সাতক্ষীরার বৈকারী এলাকার বাসিন্দা।
আটক চোরাকারবারীদের সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।