নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি
বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্য হয়েছে। শিশু শিক্ষার্থীর নাম সাব্বির রহমান (১১)। সে পারখাজুরা হোড়ারঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে। শনিবার মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানিয়েছেন, বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল সে। খেলা শেষে বন্ধুরা মিলে ইজিবাইক যোগে কিছুদূর যাওয়ার পর বন্ধুরা নেমে যাওয়ার কিছু দূরে সে নামে। এসময় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়।
নিহত চাচাতো ভাই মাহাবুর রহমান জানান, খবর পেয়ে সাব্বিরকে আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।