মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে আগুন লেগে ১২ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে পোলেরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলো পুড়ে যায়।
ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আফজাল শেখ, কাইয়ুম শিকদার, আফজাল খান, বাবুল, একলাস, বাচ্চু খান, জুয়েল, শাহজাহান, কামাল খান, মনির, জহিরুল ইসলাম ও আল-আমীন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, পলাশ, মহিমা, পল্টু, জহিরুল ইসলাম ও ওমর ফারুক আকন। সহায় সম্বল সব হারিয়ে অধিকাংশ ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা জানান।
পোলেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় ১২ টি দোকানঘরসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে এবং ৬টি দোকান আংশিক পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
পোলেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক জানান, রাত সাড়ে ১২টার দিকে বাজারে দায়িত্বরত পাহারাদাররা আফজাল শেখের চায়ের দোকানের মিটারের তারে আগুন জ¦লতে দেখে মসজিদের মাইক দিয়ে আগুন লেগেছে বলে জানান।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা গোলাম ফারুক বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।
মোরেলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজি এম. ওয়াদুদ খন্দকার বলেন, পল্লী বিদ্যুতের লাইন থেকে সর্টসার্কিট হয়নি। এটা কোন দোকানের মধ্যথেকে লেগেছে। পোড়া দোকানের সংযোগ বিচ্ছিন্ন করে বাজারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আগুনের খবর পেয়ে রাত থেকেই পুলিশ সদস্যরা সেখানে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, পোলেরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নিরুপন পূর্বক তালিকা করে জমা দেয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।