মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন কৃষকের হাতে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চর হোগলাবুনিয়া গ্রামের সবুজ হাওলাদার, গুয়াবাড়িয়া গ্রামের ইমরান মাতুব্বর ও হাছানুল বান্না। কম্বাইন্ড হারভেস্টার মেশিন তিনটির মূল্য ৯০ লাখ ৬০ হাজার টাকা। ২০২২-২৩ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় মেশিন তিনটি ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরা যাবে।
আরও পড়ুন: দলিত বঞ্চিত জনগোষ্ঠির আর্থসমাজিক উন্নয়নে মতবিনিময় সভা