শিব্বির আহমেদ, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষুব্ধ, প্রতিবাদে ফুসে উঠেছে ভিজিডি কার্ডধারীরা। সোমবার সকালে জিউধরা ইউনিয়ন পরিষদের সামনে ক্ষুব্ধ এলাকাবাসি হতদরিদ্র ভিজিডি সুবিধাভোগী শত শত নারী-পুরুষ কর্মকর্তাদের সামনে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে ইউপি সদস্য কর্তৃক ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।
এ ইউনিয়নে ১ হাজার ৪০ জন সুবিধাভোগীর আওতায় রয়েছে। সোনাতলা গ্রামের বৃদ্ধ আলী আশরাফ (৯০), জরিনা বেগম (৭০), রাবেয়া বেগম (৬০) কালাচাঁদ গ্রামের মর্জিনা বেগম(৫০),খনিরখন্ড গ্রামের লাল মিয়া হাওলাদার (৫২), ডুমুরিয়া গ্রামের সুলতান খান (৭৫), প্রফুল্ল কুমারশীল (৬০) অমল কৃষ্ণ মন্ডল (৬২), সবুরা বেগম (৬০), সৈয়দ আলী হাওলাদারসহ (৬৫) একাধিকরা জানান চেয়ারম্যান পরিষদের মাধ্যমে সরকারিভাবে বিনামূল্যে ৩০ কেজি করে ভিজিডি চাল তাদের নিয়মিতভাবে দিয়ে আসছে। গত বুধবার চাল বিতরণকালে পরিষদের ইউপি সদস্য মো. সাইদুর রহমান বস্তায় চাল কম রয়েছে বলে অভিযোগ তুললে চাল দেয়া বন্ধ করে দেয়।
সুবিধাভোগী সুলতান খান (৭৫), বৃদ্ধ আলী আশরাফ, অমল কৃষ্ণ মন্ডল(৬২) বলেন, গেল ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানি করে আসছে একটি মহল। সুবিধাভোগীরা আরও বলেন, আমরা সুষ্ঠুভাবেই চাল পাচ্ছি। এ ধরনের হয়রানির অভিযোগেরও প্রতিবাদ জানান তারা।
এদিকে ক্ষুব্ধ স্থানীয়দের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক সমাধানের আশ্বাস্ত করেন। এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, জিউধরা ইউনিয়নে ভিজিডি চাল বস্তায় কম। ৮৫ বস্তা চাল পরিমাপ করে দেখা গেছে ৪৪ বস্তা ছেড়া কাটা, ২১ বস্তায়ও চাল কম। এ ছড়াও সম্পন্ন ভাল ২০টি বস্তায় চাল কম রয়েছে। মিল থেকে বস্তা প্যাক করার সময় কম হয়েছি কিনা প্রতিটি বস্তায় ৩০ কেজি ৩০০ গ্রাম থাকার কথা। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে।
সর্বশেষ
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী
- মানবতাবিরোধী অপরাধে অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচন, চাকরিতে অযোগ্য
- অবসরপ্রাপ্ত শিক্ষক এখন লেবু বিক্রেতা
- কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রাগন চাষির মৃত্যু, আহত এক
- ১২ ঘণ্টার মধ্যে নড়াইলের মুন্নি খানম হত্যা রহস্য উন্মোচন
- পানি দ্রুত নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেটের সবগুলো কপাট খুলে দেয়ার দাবি