শিব্বির আহমেদ, মোরেলগঞ্জ
বাগেরহাটের মোরেলগঞ্জের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ক্ষুব্ধ, প্রতিবাদে ফুসে উঠেছে ভিজিডি কার্ডধারীরা। সোমবার সকালে জিউধরা ইউনিয়ন পরিষদের সামনে ক্ষুব্ধ এলাকাবাসি হতদরিদ্র ভিজিডি সুবিধাভোগী শত শত নারী-পুরুষ কর্মকর্তাদের সামনে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে ইউপি সদস্য কর্তৃক ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।
এ ইউনিয়নে ১ হাজার ৪০ জন সুবিধাভোগীর আওতায় রয়েছে। সোনাতলা গ্রামের বৃদ্ধ আলী আশরাফ (৯০), জরিনা বেগম (৭০), রাবেয়া বেগম (৬০) কালাচাঁদ গ্রামের মর্জিনা বেগম(৫০),খনিরখন্ড গ্রামের লাল মিয়া হাওলাদার (৫২), ডুমুরিয়া গ্রামের সুলতান খান (৭৫), প্রফুল্ল কুমারশীল (৬০) অমল কৃষ্ণ মন্ডল (৬২), সবুরা বেগম (৬০), সৈয়দ আলী হাওলাদারসহ (৬৫) একাধিকরা জানান চেয়ারম্যান পরিষদের মাধ্যমে সরকারিভাবে বিনামূল্যে ৩০ কেজি করে ভিজিডি চাল তাদের নিয়মিতভাবে দিয়ে আসছে। গত বুধবার চাল বিতরণকালে পরিষদের ইউপি সদস্য মো. সাইদুর রহমান বস্তায় চাল কম রয়েছে বলে অভিযোগ তুললে চাল দেয়া বন্ধ করে দেয়।
সুবিধাভোগী সুলতান খান (৭৫), বৃদ্ধ আলী আশরাফ, অমল কৃষ্ণ মন্ডল(৬২) বলেন, গেল ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানি করে আসছে একটি মহল। সুবিধাভোগীরা আরও বলেন, আমরা সুষ্ঠুভাবেই চাল পাচ্ছি। এ ধরনের হয়রানির অভিযোগেরও প্রতিবাদ জানান তারা।
এদিকে ক্ষুব্ধ স্থানীয়দের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক সমাধানের আশ্বাস্ত করেন। এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, জিউধরা ইউনিয়নে ভিজিডি চাল বস্তায় কম। ৮৫ বস্তা চাল পরিমাপ করে দেখা গেছে ৪৪ বস্তা ছেড়া কাটা, ২১ বস্তায়ও চাল কম। এ ছড়াও সম্পন্ন ভাল ২০টি বস্তায় চাল কম রয়েছে। মিল থেকে বস্তা প্যাক করার সময় কম হয়েছি কিনা প্রতিটি বস্তায় ৩০ কেজি ৩০০ গ্রাম থাকার কথা। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে।
সর্বশেষ
- খুলনা বিভাগে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইকমান্ড
- মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেওয়ার শপথ তারেক রহমানের
- বেনাপোল কাস্টমসের শীর্ষ পদে পরিবর্তন, বদলি ১৭ কমিশনার
- জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
