মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক চত্বরে দুদিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক।
স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।