মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে অতিরিক্ত দামে ফল ও মুদি দ্রব্যাদি বিক্রি এবং প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতদের মধ্যে ৫ জন মুদি ব্যবসায়ী ও ৩ জন ফল বিক্রেতা।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোড়েলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান।
দন্ডিত ৩ ফল ব্যবসায়ী হলেন মহারাজ তালুকদার, মোস্তফা শেখ ও আ. মান্নান শেখ, এদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী লিকসন, আমিনুল ইসলাম, আবদুর রহিম, শাহজাহানকে ৩ হাজার টাকা করে ও মিলন ফরাজীকে ২ হাজার টাকা মিলিয়ে ১৪ হাজার টাকা ও ৩ ফল বিক্রেতার ৬ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।