মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলেও পরবর্তীতে থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমানের নির্দেশে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিয়ন্ত্রণে নেন।
এ ঘটনায় বাগেরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সেকেন্দার মুন্সীর স্ত্রী রুনা বেগম। অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২০ এপ্রিল বুধবার ফল ব্যবসায়ী সেকেন্দার মুন্সীর কলাক্ষেত থেকে বাবুল হাওলাদার কাউকে না জানিয়ে দুটি কলাগাছ তুলে তার বাড়িতে রোপণ করে।
পরবর্তীতে বাবুল হাওলাদার কলাগাছ নিয়েছে কিনা জিজ্ঞেস করলে গাছ নেয়ার কথা স্বিকার করে। বাবুল হাওলাদার ও তার লোকজন বাড়ির জমি দখলের উদ্দ্যেশে অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করলে পালিয়ে জীবন রক্ষা করে রুনা বেগম।
পঞ্চকরণ ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বাবুল হাওলাদার বলেন, আমি কলাগাছ নিয়েছি একথা ঠিক। হামলার বিষয়টি ভিত্তিহীন।