মোড়েলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি ॥ বাগেরহাটের মোড়েলগঞ্জে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজলো নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার(ভূমি) মো. আলী হাসান প্রমুখ। বিশ্ব পানি দিবসটি আয়োজন করেন ডরপ পানিই জীবন প্রকল্প।
অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।