মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার শেখ (৮৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের বাসিন্দা। শনিবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের তুলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধ সাত্তার শেখ ও একই গ্রামের হাফিজুল শেখ (৫০) রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী পিকআপ যার নং-বাগেরহাট ন-১১-০০০৫ ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সাত্তার শেখ মারা যান। তার স্ত্রী, সন্তান কিছুই নেই।
এ ঘটনার সত্যতা স্বীকার করে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পলতক রয়েছে।