নিজস্ব প্রতিবেদক
যশোরের অন্যতম বিদ্যাপীঠ মৌমাছি স্কুলের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মৌমাছি স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য শামছুন্নাহার, তরিকুল ইসলাম (তারু), সেলিনা আক্তার, আসিফ আকবর খান নিপ্পন ও নোসাইবা সোহেলী (বুবলি)। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাগর বিশ্বাস। মৌমাছি স্কুলের ৮ টি শ্রেণির মোট ৩৬০ জন শিশু এবং সৃজনশৈলী সংগঠনের ৩৩ জন শিশুর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। শিশুদের উপস্থাপনায় বাঙালীর ঐতিহ্যের ১টি থিম নাচ, ৮টি নাচ, ৭টি গান ও ১টি আবৃত্তি পরিবেশনা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ও ৩০ আগস্ট অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোাগতা-২০২৫’ এর চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচ বিষয়ে ক, খ, গ ও ঘ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্ত মোট ৪২ জন শিশুর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

 
									 
					