নিজস্ব প্রতিবেদক
মৎস্যজীবী লীগ যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে পুনরায় মো. আবু তোহাকে সভাপতি ও সেলিম রেজা বাদশাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। রোববার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
জেলা মৎস্যজীবী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশার সঞ্চালনায় ও জেলা সভাপতি আবু তোহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। আরো বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবীর দিপু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবু তোহাকে পুনরায় সভাপতি ও সেলিম রেজা বাদশাকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান। সম্মেলনে মৎস্যজীবী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।