নিজস্ব প্রতিবেদক: পরিবেশসম্মত মাছ চাষ, মাছের উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং মৎস্য উৎপাদন টেকসইকরার লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যশোরে। বুধবার দিনব্যাপি কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি)।
সংস্থার প্রধান কার্যালয়ের জনপদ হলরুমে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ। জেসিএফ’র পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা। এসময় এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মোজাম্মেল হকসহ উপস্থিত ছিলেন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।