কল্যাণ রিপোর্ট: যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত বইমেলায় এবার বিডি ক্লিন নামে ব্যতিক্রম একটি স্টল দেয়া হয়েছে। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটা জনগণকে একজন আদর্শবান ও সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দীনের পরিকল্পনায় ২০১৭ সালে গড়ে উঠে বিডি ক্লিন নামে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের এই স্টলে যে কোন ব্যক্তি যে কোন ধরনের ময়লা স্টলে রাখা নির্দিষ্ট পাত্রে ফেললে পেতে পারে একটি কলম অথবা একটি মাস্ক ।
দেশকে পরিচ্ছন্ন ও জীবানু রাখার লক্ষ্যে প্রতিশ্রুতবদ্ধ এই প্রতিষ্ঠাটি সেচ্ছাসেবী এবং সম্পূর্ণ অরাজনৈতিক । শুরুর দিকে বিভাগীয় পর্যায়ে শুরু হলেও বর্তমানে এটি ৩৫ হাজারেরও বেশি সদস্য নিয়ে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে । শুধুমাত্র যশোর জেলায় সদস্য সংখ্যা দুশ’র ।
যশোর জেলা সমন্বয়ক আল হেলাল মামুন জানান, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মানুষ যাতে পরিবেশ নষ্ট না করে এবং পরিচ্ছন্নতার জন্য মানুষকে একটা অভ্যাসের মধ্যে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা। পরবর্তী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেকে উঁচু জায়গায় পৌঁছে দেয়ায় আমাদের লক্ষ্য। বাংলাদেশের যে কোন অরাজনৈতিক ও মাদকমুক্ত ব্যক্তি চাইলেই এখানে সদস্য হতে পারবে ।