নিজস্ব প্রতিবেদক: জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে মেহেরপুরে যক্ষ্মা নিরাময়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্টেডিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার। অনুষ্ঠানে সভা সভাপতিত্ব করেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম। এতে সদর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক অংশ গ্রহণ করেন। সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় করণীয় বিষয়সহ যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়।