নিজস্ব প্রতিবেদক
রাসায়নিক সুরক্ষা, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবরেটরি ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে করণীয়সহ নানা বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে “ন্যাশনাল সেমিনার অ্যান্ড ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় সেমিনারটি।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। শোক-সন্তপ্ত পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সবুর, স্কয়ার ফ্যাশনস লি. এর সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায়।
সেমিনারে দুপুর আড়াই টায় শুরু হয় “ট্রেইনিং অন কেমিক্যাল সেইফটি অ্যান্ড ল্যাবরেটরি ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যবিপ্রবির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. আলাউদ্দিন। এতে রসায়নসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪ টায় সেমিনারে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন, সেমিনারের আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কোরবান আলী। আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দ্দার জীম ও আন্নি আফরিন।