নিজস্ব প্রতিবেদক
‘সাদরে গ্রহণ ও বিদায়ের মাধ্যমে, নতুন সূচনা এবং স্থায়ী স্মতির একটি বিশেষ দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল, সম্মাননা স্মারক প্রদান ও নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এনএফটি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
নবীন শিক্ষর্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য বলেন, বিশ^বিদ্যালয়ে প্রবেশের পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বন্ধু নির্বাচন করা। তোমাদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। আগামীর চার বছরের জীবন তোমাদের বাকী জীবনের পথচলা সহজ করে দিবে। তোমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে তাহলে সফলতা আসবেই।
অনুষ্ঠানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিমুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলম, বিদায়ী শিক্ষার্থী আবু হানিফ, নবীন শিক্ষার্থী তারেক মাহমুদ ইফতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসানসহ এনএফটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী হাবীবা রহমান ও আব্দুর রহমান প্রান্ত। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।