নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাম্প অপারেটর হাফিজুর রহমান বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। যবিপ্রবির আবাসিক ভবনের নিজ ফ্ল্যাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়েবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
হাফিজুর রহমানের মৃত্যু সংবাদ শুনেই তাঁর বাস ভবনে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটে যান।
এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, হাফিজুর রহমান ২০১৮ সালে পাম্প অপারেটর হিসেবে যবিপ্রবিতে যোগ দেন। অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তাঁর উপর অর্পিত কর্তব্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে গেছেন। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে হাফিজুর রহমানের মৃত্যুতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদীয় ডিনগ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।