কল্যাণ রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) হেলালুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন।
ভোট গণনা শেষে শনিবার বিকেলে এই ফল ঘোষণা করেন কর্মকর্তা সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ডেপুটি লাইব্রেরিয়ান জাহাঙ্গীর কবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ৯টা ৪৫মিনিট থেকে বেলা ১টা ১৫মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল হাসান ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সহ-সভাপতি পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হন নির্বাহী প্রকৌশলী নাজমুস সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান পান ৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) হেলালুল ইসলাম ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ পেয়েছেন ৩৮ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী প্রকৌশলী (পরিবহন) শাহেদ রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক (হিসাব) শরিফুল ইসলাম পেয়েছেন ৩১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সহকারী পরিচালক (বাজেট) রাজু আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী ডাটাবেজ প্রোগ্রামার এসএম ওয়ালিউজ্জামান পেয়েছেন ৩২ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায়ন নির্বাচিত হয়েচেন ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে সেকশন অফিসার (গ্রেড-২) রকিব উদ্দীন সিদ্দিকী, দফতর ও প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার (গ্রেড-২) সাইফুর রহমান, অর্থ সম্পাদক পদে সেকশন অফিসার (গ্রেড-২) আব্দুল ওয়াহাব। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস (৭০ ভোট), টেকনিক্যাল অফিসার জাহাঙ্গীর হোসেন (৫৬ ভোট) ও সেকশন অফিসার (গ্রেড-১) সাজ্জাদুল আলম (৫১ ভোট)।