নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান রাহুল আর সাধারণ সম্পাদক পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিন্নাহ শেখ। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট প্রদান করেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিভাগীয় চেয়ারম্যান ড. চঞ্চল কুমার কুন্ড ফলাফল ঘোষণা করেন।
এসময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংগঠনের অন্যান্য নির্বাচিতরা হলেন সহ সভাপতি আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন শাহরিয়ার ও মিঠুন আলী। কোষাধ্যক্ষ ও সহকারী কোষাধ্যক্ষ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে মেহেদী হাসান ও মনোয়ারুল ইসলাম ইমন। সাংগঠনিক সম্পাদক পদে খালিদ জামান মুমিত, প্রচার সম্পাদক নাহিদ হাসান। সদস্য ফারহানা উল্লাহ এশা, রাকিবুল ইসলাম।
