যবিপ্রবি প্রতিনিধি
যশোরে ত্রিমুখী সড়ক অবরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে যশোর-কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কের তিনদিকে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে ছিল।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা চারটা থেকে যশোরের পালবাড়ি মোড়ে খুলনা-কুষ্টিয়া-রাজশাহী সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করেন যবিপ্রবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।