কল্যাণ ডেস্ক
পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর রাজু নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ১৩ বছেরের রাজু বেড়া উপজেলার নতুন ভাঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভ্যান নিয়ে স্থানীয় রাকশা বাজারে যান রাজু। এরপর আর বাড়িতে আসেননি। বিকেল পর্যন্ত বাড়ি না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর বুধবার সন্ধ্যায় বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার সকালে যমুনা নদীর এক নৌকার মাঝি নদীতে বস্তাবন্দি ওই কিশোরের লাশ ভাসতে দেখেন। পরে তার স্বজনরা এসে বস্তা খুলে রাজুর লাশ শনাক্ত করেন। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ও নগরবাড়ী নৌ-পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে।
রাজুর বাবা আব্দুর রাজ্জাক জানান, তার ছেলের ভ্যানটি পাওয়া যায়নি। তার ধারণা, ভ্যানটি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।
বেড়া মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে কেউ নদীতে ফেলে দিতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: যাচ্ছিলেন শ্বশুরবাড়ি, পথেই নিথর বাবা-ছেলে