যশোর মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আজ দুপুর ১২টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গণস্বাক্ষরের উদ্বোধন করা হবে। গণস্বাক্ষর উদ্বোধন করবেন যশোরের বিশিষ্টজন ও বর্ষীয়ান নাগরিকবৃন্দ।
আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে গণস্বাক্ষর কর্মসূচিতে সকলকে উপস্থিত হয়ে ৫০০ শয্যা হাসপাতাল বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করার আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি