নিজস্ব প্রতিবেদক: যশোরের মানুষের প্রাণের দাবি দীর্ঘ ১০ বছরেও পূরণ হয়নি। ধারাবাহিক আন্দোলন সংগ্রাম হলেও সুফল মিলছে না। প্রাণের এই দাবির নাম যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতাল। ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরে সেখানে নির্মিত হয়নি ৫০০ শয্যা হাসপাতাল। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ কারণে যশোর মেডিকেল কলেজে ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়ন দাবিতে রোববার দুপুর ১২টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গণস্বাক্ষর কার্যক্রম উদ্বোধন করা হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলা এই গণস্বাক্ষরে প্রায় একহাজার স্বাক্ষর লিপিবদ্ধ হয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু জানান, দীর্ঘদিন ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা হাসপাতালের দাবি করে আসছি। সর্বশেষ অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েও কোন সুফল না পাওয়ায় এবার গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাবে আগামী একমাস এই কর্মসূচি চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতা ইকবাল কবির জাহিদ, উদীচী জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমাব মজনু, জনউদ্যোগ সভাপতি প্রকৌশলী নাজির আহমেদ, অ্যাড. আমিনুর রহমান হিরু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইনকাম ট্যাস্ক আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন টুলু, শেখ হাফিজুর রহমান মাস্টার, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনসহ বিশিষ্টজনেরা।