নিজস্ব প্রতিবেদক
রক্তদান, দরিদ্র মানুষদের স্বাবলম্বী করা ও শিশুদের বিকাশসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যে যশোরের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা জানানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আহ্বান যশোর’র নবম প্রতিষ্ঠাবির্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়।
সম্মাননা প্রাপ্ত সংগঠনগুলোর জন্যে রয়েছে, বিডি ক্লিন, বাঁধন, যশোর কমিউনিটি, টিউশন সেবা, বারপোতা ব্লাড ব্যাংক, যশোর ব্লাড ব্যাংক, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন,বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি, কে আর এস হেপ্লিং হ্যান্ড ফাউন্ডেশন, আস্থা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থা, মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড এইড ব্যাংক, মনুষ্যত্বের ঘ্রাণ, শুকরিয়া ফাউন্ডেশন, আরপিডাব্লিউ ফাউন্ডেশন, রাঙ্গা প্রভাত, জান্নাত ফাউন্ডেশন ও উইথ ফর স্মাইল।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক জিল্লুল বারী।
সংহঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএম কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক শাহ্জাহান কবীর, বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, জেলা সহকারি তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম, আইনজীবী তাহমিদ আকাশ, বাচিক শিল্পী মাহমুদা রিনি প্রমুখ।
বক্তারা বলেন, ‘মুমূর্ষ মানুষের জন্যে রক্তের ব্যবস্থা করে, দরিদ্র মানুষ ও পথশিশুদের পাশে থেকে যারা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে তারা আমাদের নমস্য। তাদের অবদানকে সম্মাননা জানাতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে।’
